।। বাক্ ১৪৩ ।। হিমাদ্রি চৌধুরী ।।


হিমাদ্রি চৌধুরী

চিন্তা

শূন্যের উপর বসে থাকা কদম বাদুর ঝোলা 
পথে ঈশ্বর হতে চায়
ভাবনার লোহাসেদ্ধ তাওয়ায় আষাঢ় শুকাতে
দিয়ে শীতের দিকে যাত্রা করে সমাজতান্ত্রিক 
পিঁপড়া
বাদুড় নিজেরে গনতান্ত্রিক ভেবে কদমের ঘ্রাণকে 
স্ত্রীর আদরে কাছে টেনে রাখে ; বুক মার্কারে 
আষাঢ় শুকায় না, যেমন শীত
ফুটে থাকে জ্যামিতি বিহার — 
ডিভাইডারে জিরো টলারেন্স! 

চিন্তা মূলত নারী মগজ কৃষক। রুইয়ে দ্যায় শূন্যের অনার্য ঋতুতে অন্নপূর্ণার হাঁড়ি স্নান।



গুহাফেরত হুইসেল

নিঃসঙ্গ তবু গ্রহ চোরা মেঘ বাতাসশকটে প্রচারিত আদিবাসী ইথার অন্ধকার যোনির ভিতর বসে বাজায় উনুন-মিউজিক।যে বাজ তার ডানা রেখে ঘুমের ভিতর উড়তে চায় তাকে জানতে হয়না উপপাদ্যে পিথাগোরাস কোন জমির আল কল্পনা করে করে হয়ে উঠেছিলেন নীলপুত্র।

আজ বেলুনের হিলিয়াম ভর্তি কান্না হাসে দেবশিশু, তার চোখ জুড়ে থাকে রূপালী ঘাম।জমা হয় কথারোড, নিষেধ অমান্যের ট্রাফিক
বাজে গুহাফেরত হুইসেল  —  অজানা অক্ষরে!


জুতা

গলায় অমরনদী বেধে বোধ সাঁতারে পাড়ি দেয় কাঞ্চনজঙ্ঘা
বয়াহারা জল ভাসতে টেনে রাখে মানুষঢেউ
স্পর্শের লবনগন্ধ আফিম স্রোত রাত জন্ম দিয়ে রাখে অগ্রীম মিউচ্যুয়াল ময়ূরফান্ড
হা হা গলি হতে কার সাপ পেচিয়ে ধরে আত্মীয় হয়ে যায়
যৌথ খামারে একই আবাদি ফরমুলা দৃশ্যতঃ ভাজা রুটি এপিঠ-ওপিঠ 
উদরে লেলিহান নায়িকার হট ত্বকে কাঁথাসেদ্ধ ক্লান্তি 
বরফগলা নদী আমৃত্যু সুদৃশ্য হেমলক 
মানুষ এড়িয়ে চলে জল, মাড়িয়ে যায়  অজান্তেই সেইসব উপেক্ষার্ণব যেখানে জুতা এক সিন্দাবাদের নৌকা।


ভ্রমণ

কদাচিৎ বিস্ময়ে লাটিম লতি মৈথুন শ্যাষে ছিটকে পড়ে ; তীব্রভাবে
ঘোরে ভন ভন করে কেটে হাওয়ার বেনারসি পর্দা
অহং বোধে মাটি ভেবে নেয় এও তো এক ফুল ; হয়তো অসুর কূলের বধূ কোন
না জলের শাপ কোমল ঘামের বীজ
সূর্য আহার হয়ে যায় রাতজোনাকির গুহাদেশ

ডাকেনা নাকছাবি, বেথোফোন আহামরি 
ভনভন ভবন তল কেঁপে যায় মৃত নদী

কে ঘোরায়/ঘোরে রাখে না তমালবন
ঘোরালেই ঘোরেনা যেমন
ঘোরাই ভ্রমণ মূলতঃ মহিষাসুর।


বিস্ময়

পৃথিবীর প্রথম কুয়াশা গ্রাম পেড়িয়ে দিগন্তের পাশ ঘেঁষে দাঁড়াইলেন অ্যাডাম 
প্রিয় নারীর ব্যথায়  ভুল অংকে তার গন্দমশোক
ওদিকে মাতাল হাওয়ার উঁচু প্রাচীর 
কি এক ভাষায় নেচে হয়রান পৃথিবী বন
নেই কোন অক্ষর  — অর্থহীন আচরণ 
কবিহীন পৃথিবী কিভাবে সবুজ হয়

ঈভ ; তখনো পায়নি নাম হাঁটছে উড়নচণ্ডী 
খোলা তার বুক, নিতম্ব, উরু, পা যেমন অ্যাডাম
স্মৃতির ভুল লিরিকে মগজে গণ্ডগ্রাম 

তারা ভেঙে ওই গ্রাম ; কুয়াশার 
দাঁড়ালো মুখোমুখি 
দু-জোরা চোখে এ কি ভাষা ; অক্ষরহীন
কাম জন্মের আগেই দু'জন (কবি)
লিখলেন প্রথম কবিতা — "বিস্ময়!"

3 comments:

  1. পড়েছি কবিকে।🌻

    ReplyDelete
  2. খুব মনোযোগ দিয়ে প্রতিটা কবিতা পড়ি আর মুগ্ধ হই 🖤🖤

    ReplyDelete