।। বাক ১৪৩ ।।নিনা ফেয়া ।।



নিনা ফেয়া-র কবিতা


 শেষ চিঠি 
         

একশ একটা কবি মরলে হয় গোটা সমাজ বেশ্যা। 
যৌনাঙ্গে তপ্ত রড ঢুকিয়ে, ধর্মতত্ত্ব জানায় ভালবাসা। 
উঃ শব্দে শ্রমণ সময় দাঁড়িয়ে এই উপান্তে। 
রসিক মানুষ, তবু ভালো আছো  ধর্ষনবৃত্তে  ?
জোরসে বলো,  ঈশ্বর পাননি শুনতে ।
না হয় লিখে দেও, গোটা গোটা অক্ষর বাক্য ভেঙ্গে 
"বড্ড ব্যথা পাই কাম রস শুকিয়ে গেলে"।
বোরাক পৌঁছে দেবে সাত আসমান পেরিয়ে সাত ঘরে, 

হতে পারে এটাই শেষ চিঠি, 
ঈশ্বর নোটিশ ছাড়াই আমার সামনে এসে গেলে।


 অক্ষর আজ সন্ত্রস্ত শব্দ থেকে বাক্যে যেতে 
                           

ঘুরিয়ে আর কতো লেখা যায়? 
ফুটপাত জুড়ে খোলা কন্ডোম আর ছেঁড়া জুতো  পাশপাশি লুটোপুটি খায়;
আর কতো চুপ করে রবো মাথা নিচু করে??? 
আর কতো চুড়ি পরে দাঁড়িয়ে রবো দিন রাত পথে পথে? 
আর কতো শেয়াল মাড়াবে মসনদ? 
আর কতো রাজপথ উবে যাবে জলঙ্গির চটি' র তলায়? 
সময় কালের শঙ্খ বাজিয়ে বলে যায় --
হে মানুষ ! হে কারিগর! হে মুক্তিকামী! 
বিধস্ত মায়ের এ মুখ দেখে, 
অক্ষর আজ সন্ত্রস্ত শব্দ থেকে বাক্যে যেতে?


2 comments: