মায়িসা তাসনিম ইসলাম
ময়ূর প্রকল্পের ভাটা
১
অতটা চাইনি আমি যতটা মুখ তুলে তাকালো
আঁধার
যতটা সূর্যের শ্বাসরোধ,
মেঘেদের বোধশক্তি উদয় আঘাত...
দেয়াল বেয়ে বৃষ্টির এনকাউন্টার
মাকড়সা সংসার ঘায়েল লুটপাট
অপ্রস্তুত ভঙ্গিমায় নড়ে ওঠা স্মৃতির
টনক
জানালার হাত ধরে থ্যাতলানো হৃদয়
পলাতক!
কে ভাঙে সংসার?
পুরুষতান্ত্রিক দিনরাত
না নারীবাদী পরপুরুষ বাহুডোর?
অতটা বুঝিনি আমি যতটা মুখ খুলে বললো
আঁধার
ঈশ্বরের বিভ্রান্ত রাইফেলে সাঁতার
কাটে পৃথিবী রাডার!
২
কি এক নিভৃত নৃশংস হত্যায় মেতেছে যেই
ঘন বিষাদ
তাকে কেনো চিনলো না এই অত্যাধুনিক
রমরমা ঘাতক?
কবরের দিকে নিষ্পলক তাকানো
ল্যাম্পপোস্ট
জীবিতের দেহে আসলে কত বিদ্যুতের
গুদামজাত?
চোখবন্ধ গার্ডের তলোয়ার খুঁজে ঘাতক
নিঃশ্বাস
লকডাউন স্নায়ু পথে পথে রেখে যায়
কবরস্থান
চোখবন্ধ পথেরাও ম্যানহোলে দেখেছে
হোমোস্যাপিয়েন্স মগজ
নাইটগার্ড বুটেরা শুনেনি তাদের
ভাইরোলজি আকুতি
আকাশের খোলা ক্লাসরুমে ব্যাকবেঞ্চার
মেঘের হাসি
সে বুঝে না কাকে ভাসাবে?
জীবাণু না মানুষ?
No comments:
Post a Comment