।। বাক্ ১৪৩ ।। অরিত্র চ্যাটার্জি ।।


অরিত্র চ্যাটার্জি

দক্ষিণ কলকাতার থেকে আরেকটু দূরে

দক্ষিণ কলকাতার থেকে ক্রমশ দূরে সরে আসা নিয়ে
তুমি কি আজকাল বেশি ভাবছ?
শানের ওপর ছাইগাদার দিকে ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে
একটা বর্তুলাকার জীবন,
তুমি তখনো মনোযোগ সহকারে ছুতো খুঁজছ,
ভাবছ প্ল্যাটফর্মে আরেকটু সময় কাটানো যায় কিনা
যেই সমস্ত গল্পের উপকেন্দ্র ছিল ঠুনকো, চপলমতি
বেড়ালের মত তার দিকে বারবার পা চলে যায়
অতিক্রম করতে গিয়ে দেখো এক একটা সরু গলির ভিতর
আজও কিরকম প্রবল অভিকর্ষ,সে হিসেব রাখেনি সারস
ঊলের বলের মত দূরতর গড়িয়ে গেছে বর্তুলাকার জীবন
স্থাবর অভিমানগুলি পকেটে পুরে এমন একটা বিকেলে
দেওয়ালে হেলান দিয়ে তুমি অস্পষ্ট দেখতে পাচ্ছ
কারও একটা ব্যক্তিগত বেলাভূমি থেকে পুনরায় মুছে যাচ্ছে তোমার নাম


একটা ঘোরানো লোহার সিঁড়ি

একটা ঘোরানো লোহার সিঁড়ি
বরাবর
সাতাশ ফুট গভীরে নেমে গেলে
অনেকখানি খনিজ ভালোবাসা পাওয়ার সম্ভাবনা ছিল
আতশ কাঁচ সহকারে খুঁজে দেখেছি
ছানবিন করতে গিয়ে
বিস্মৃতির আকরে কেটে গিয়েছে আমার আঙুল
এহেন নিম্নচাপের শহরে
হু হু করে রক্তের ভিতর ঢুকে পড়ছে বাতাস
শিরায় শিরায় এত বেশি বুদ্বুদের বিদারণ
না শুনলে জানতেই পারতাম না
আমার ভেতরে ভেতরে আসলে এতখানি ফাঁপা হয়ে রয়েছে

২১শে জুন, ২০২০

6 comments:

  1. ভালো লিখছ। এগিয়ে চলো।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জেনো, চেষ্টা করছি

      Delete
  2. বলায় নিজস্ব ধরণ।বাক্যগঠনে ঋজু। সবমিলিয়ে দুটো কবিতাই সুন্দর। খুব ভালো লাগল।

    ReplyDelete
  3. সুন্দর লাগলো।

    ReplyDelete
  4. ভালো লাগল অরিত্র।

    ReplyDelete