কবি হরিবংশ রাই বচ্চন (১৯০৭-২০০৩),
'जो बीत गई सो बात गई' সিরিজের দুটি
কবিতা
ভাবানুবাদ
: শৈলেন চৌনী
উজ্জ্বল
হয়ে উঠছে
১.
প্রার্থিত
শোক—তোমাকে
নিয়ে দিগন্তে হাঁটা যাবে না,
তাই
আয়ুর কলস রেখে আসি বরফের চূড়ায়। চূড়ায় বিষাদ— রাত্রির গায়ে তাই
ফুটে
আছে কুষ্ঠের ম্লান।
ম্লানতাটুকু
ঝরে পড়ে নক্ষত্রপুঞ্জ থেকে
শোনা
যায় বৃদ্ধার গান। বন্ধ কর।
ঐ
দেখো, চেয়ে, তারার বিচ্ছেদে আকাশ কত উজ্জ্বল হয়ে উঠছে…
২.
বাগানের
কথা শোনো।
যার
কাছে আমাদের ঋণী দুই চোখ।
আসলে
ফুলের গানে —ক্ষার
শুধু
অম্লান, স্মৃতি হয়ে ভাসে!
বাগান
জানে না এসব খবর
প্রজাপতি
জানে— শুকনো ফুলের ব্যথা তার চোখে ফুটে ওঠে না!
ঋতুর
স্মরণে তার ডানা দুটি দেখো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে…
খুব ভালো লাগলো
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteদুটোয় মন ভরে না
ভালো কাজ শৈলেন,আরও করো...অপেক্ষায় থাকলাম
ReplyDeleteহিন্দিতে পড়েছিলাম। এখনো পড়ি। কিন্তু তোমার অনুবাদ খুব ভালো। এরকম হিন্দি কবিতা অনুবাদ করতে থাকো। বেশি পরিমানে, আমরা সমৃদ্ধ হই।
ReplyDeleteবাহ! দারুণ অনুবাদ। আরও পড়তে চাই -প্রীতমদা
ReplyDeleteভালো লাগলো🌹
ReplyDelete