রজতকান্তি সিংহচৌধুরী
শনিবারের কবিতা
শনিবার সন্ধেবেলা
ফুরফুরে হাওয়ার সাবানে
ঘষে ঘষে তুলে ফেলি ত্বকের বাকল
আকাঁড়া উন্মুক্ত মাংসপেশী জুড়ে
প্রাথমিক রক্তের উচ্ছ্বাস
চানঘরে ঝরে যায়
কপালের ফোঁটা ফোঁটা কালঘাম
খাড়া খাড়া চুলগুলি নম্র হয়ে আসে
সবুজ কানন জাগে তোমারও কি বুকের ভেতর?
সমস্ত স্নানের মধ্যে তুমিই যে একতম
জল।
এখনই
এখনই মাতাল হলে,
ক-পেগ হয়েছে মণিদীপা?
চোখের ধূসর দৃষ্টি শূন্যে লীন
উড়েছে আকাশপথে নীল কনীনিকা
বরফঘনকগুলি যতক্ষণ গলে গলে ভাসে
ততক্ষণই ঢেউ ওঠে
বুদবুদ মদিরার গ্লাসে
বুকের বিতান থেকে আজকেও ফিরে যাবে অলি?
এসো কোহলের স্রোতে ভরে তুলি এ
পাহাড়তলি!
Vishon valo laglo
ReplyDelete