অভিষেক নন্দী
চিঠি
সকলেই
বৃত্ত আঁকতে পারে না...
যে
ঘেরাটোপে বাঘের সঙ্গে খেলা করে যাচ্ছে
তোমার
প্রাচীনতম চুম্বন,
সেখানে
স্থির হয়ে বসে—লিখে চলি কবিতা
ভুলে
যাই তোমার জংলি শরীরের গন্ধ,
মৃদু
হেসে পালিয়ে যাওয়া একটা উন্মাদ মাত্র
কারগারের
সেলাই ভেঙে যে ফুল এসেছে পালিয়ে,
তাকে
তোমার ঠিকানায় পাঠাব?
কিন্তু
সকলেই
বৃত্ত আঁকতে চেয়েও, হাতে বসা মাছিকে
তাড়িয়ে
ফেলতে যায় আগে
ভেস্তে
যায় সভ্যতা...
একটা গুহাচিত্র
বীজধান
জেগে ওঠা দুষ্পাঠ্য গালে
দূরাগত
ভোর নিয়ে সৎ ছদ্মবেশে
তুমি
যে পাখির ভাষা, এই আবিষ্কার
আমাকে
‘রাখাল’ ডাকে কারাদণ্ড শেষে!
জিওল
বাউলগান বরফের ছাতায়,
তোমাতে
জ্বেলেছে বাতি সজাগ করে ঘুঁটি...
মিছিলে
হেঁটেছে শেষে বারিষ ভেজা রাগে
আজানে
তোমায় পেয়ে, আমার হুটোপুটি
হাতের
অপর পিঠে রুখে যাওয়া আলো
লাটিমে
ঘূর্ণি সে যে, তোমার পরিচয়ে
চাবুকের
চাষ ভেঙে ছিন্ন কোরো নীল
পলাতক
বাঁশি আমি, হেরে যাবার ভয়ে
Kobita duto porhlam.
ReplyDeletekothao holo ei niye. :)