।। বাক্ ১৪৩ ।। শীর্ষা ।।


শীর্ষা

রিংমাস্টার

রিংমাস্টার হতে গিয়ে আত্মহত্যা করল যে ছেলেটি, সে বড়ো শান্ত ছিল আমি তাকে ফড়িঙের জ্যোৎস্না দিতে গেছিলাম রিটার্ন গিফট হিসেবে সে আমায় তার দেওয়ালের একমাত্র বুদ্ধকে দান করেছে


রুটি

শতসহস্র মানুষ একটি রুটির জন্য যাত্রা শুরু করল বাড়ি ফেরার অনন্তযাত্রা দিনের বেলা তারা হাঁটে সন্ধ্যেয় এক ঘটি জল খেয়ে গাছতলায় গামছা পেতে শুয়ে পড়ে শতসহস্র মানুষ একটি রুটির জন্য যাত্রা শুরু করল ঘুমোতে যাওয়ার আগে যে রুটিটি অন্ধকার আকাশে স্নিগ্ধতা সেজে জ্বলজ্বল করে

9 comments:

  1. স্নিগ্ধ কবিতারা দুলে ওঠে।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ প্রিয় কবি। 😍😍😍

      Delete
  2. দিতে গেছিলাম এর জায়গায় দিয়েছিলাম করা যায়? ভেবে দেখো। কবিতা তো সুন্দর হয়ই প্রতিবার। এবারেও ব্যাতিক্রম নয়। শুভেচ্ছা অন্তহীন।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ দাদা। আমি অবশ্যই বসব এটা নিয়ে। আশীর্বাদ করবেন। ❤️❤️🙏🙏🙏

      Delete
  3. দিতে গেছিলাম এর জায়গায় দিয়েছিলাম করা যায়? ভেবে দেখো। কবিতা তো সুন্দর হয়ই প্রতিবার। এবারেও ব্যাতিক্রম নয়। শুভেচ্ছা অন্তহীন।

    ReplyDelete
  4. রুটি অতি চমৎকার

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ দাদা ❤️❤️❤️

      Delete
  5. ভালো লেখা,আরও লেখা দেওয়া উচিত ছিল,মাত্র দুটো কেন ?

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ ❤️❤️
      পরের বার দেব।

      Delete